অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতিসৌধ ‘জুবিন ক্ষেত্র’-এ দর্শনার্থীদের জন্য সময়সীমা সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীরা এই স্থানে প্রবেশ করতে পারবেন। পূর্বে এই সময়সীমা ছিল রাত ১০টা পর্যন্ত।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনসাধারণকে সতর্ক করে বলেন, “রাতের সময় অতিরিক্ত ভিড় বা অনিয়ন্ত্রিত আচরণ বরদাস্ত করা হবে না। জুবিন ক্ষেত্র একটি পবিত্র স্থান, এর মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।” তিনি আরও জানান, প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে রাতের সময় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এই সময়সীমা বাড়ানোর দাবি এসেছিল অল অসম জুবিন গার্গ ফ্যান ক্লাবের পক্ষ থেকে। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়ে অনুরোধ জানান, যাতে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাঁদের মতে, বহু ভক্ত দূর-দূরান্ত থেকে আসেন এবং রাতের সময়ই তাঁদের পক্ষে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়।
তবে প্রশাসন আপাতত রাত ১১টা পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে এবং পর্যবেক্ষণের ভিত্তিতে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
