আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে ইন্দোরে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে খাজরানা রোড এলাকায়, যখন দুই ক্রিকেটার হোটেল থেকে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আকিল খান (২৮), আজাদ নগরের বাসিন্দা। তিনি মোটরসাইকেলে করে ওই দুই ক্রিকেটারকে অনুসরণ করেন এবং তাঁদের মধ্যে একজনকে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের বাইকের নম্বর নোট করে পুলিশকে জানান, যার ভিত্তিতে আকিলকে শুক্রবার গ্রেফতার করা হয়।
ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে তাঁদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। তিনি স্থানীয় নিরাপত্তা সংযোগ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সাহায্য পাঠান। পরে অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থাপক পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর ইন্দোর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি ও নারী নিরাপত্তা সংক্রান্ত ধারায় মামলা রুজু করেছে। মুখ্যমন্ত্রী ও ক্রীড়া সংস্থাগুলি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।
এই ঘটনা বিশ্বকাপের আবহে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে।
