আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) জানান যে রাজ্যে নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এর অধীনে মাত্র তিনজনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। যদিও লক্ষ লক্ষ মানুষ এর সুবিধা পাবেন বলে আশঙ্কা করা হয়েছিল, সরকার মাত্র ১২টি আবেদন পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত মাত্র তিনজন আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, বাকি নয়টি মামলা এখনও বিবেচনাধীন।” সিএএ-বিরোধীদের আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আসামে ২০-২৫ লক্ষ মানুষ নাগরিকত্ব পাবে বলে তোলপাড় শুরু হয়েছিল। এখন আপনারা সিদ্ধান্ত নিন, মাত্র ১২টি আবেদন পাওয়ার পর সিএএ নিয়ে আলোচনা করা কি প্রাসঙ্গিক?”
উল্লেখ্য, আইনটি ২০১৯ সালে প্রণীত এবং ২০২৪ সালের মার্চে এর নিয়মাবলী কার্যকর হয়। এটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেয়।
