December 6, 2025
RIVER

কাঁসাই নদীতে বাড়ছে জল, পাঁশকুড়ার চাঁপাডালি, গড় পুরুষোত্তমপুর ,জদরায় সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙ্গলো নদী বাঁধ। প্রবল বর্ষণে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে ভাঙলো নদী বাঁধ, সেই ভাঙ্গা নদী বাঁধিয়ে হু হু করে গ্রামে জল ডুকছে। জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি। বাঁধ ভেঙ্গে রীতিমতো গ্রামে জল ডুকছে।

সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার,শ্রীকন্ঠা, পূর্ব দোবাধি,পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের। এমনকি অনেক ভগ্নপ্রায় বাড়িতে এখন অব্দি আটকে রয়েছে মানুষজন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির পরিমান ক্রমাগত বাড়তে পারে এমনই আশঙ্কা রয়েছে ওই এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *