
টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে। সম্প্রতি নুসরত একটি ইনস্টাগ্রাম ভিডিয়ো শেয়ার করেন, যেখানে তাঁকে দেখা যায় যশের সঙ্গে মজার মুহূর্তে। ভিডিয়োতে যশ নুসরতকে উদ্দেশ করে বলেন, “আরও কিছু চাই…?”, আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় মুখ ঢেকে ফেলেন অভিনেত্রী।
ভিডিয়োটি মূলত একটি ফুড রিল, যেখানে নুসরত তাঁর প্রিয় খাবার বিরিয়ানি নিয়ে মজার প্রতিক্রিয়া দেন। যশের হালকা ঠাট্টা ও নুসরতের লাজুক অভিব্যক্তি দর্শকদের মন জয় করেছে। তাঁদের অনুরাগীরা এই ভিডিয়োকে ‘কিউট কাপল মোমেন্ট’ বলে মন্তব্য করেছেন।
নুসরত বহুবারই বলেছেন, তিনি ফিটনেস সচেতন হলেও বিরিয়ানির প্রতি তাঁর দুর্বলতা আছে। এই ভিডিয়োতে সেই দিকটাই উঠে এসেছে। যশ-নুসরতের এই রসিকতা ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা পাচ্ছেন অনুরাগীরা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে দূরত্বের গুঞ্জনের পর।
এই পোস্টের মাধ্যমে তাঁরা যেন বুঝিয়ে দিলেন—সব ঠিক আছে, এবং তাঁদের বন্ধন আগের মতোই দৃঢ়।