December 6, 2025
ram navami

চলতি মাসেই রয়েছে রামনবমী, চারিদিকে শুরু হয়ে গিয়েছে তোরজোড়। আগামী ৬ এপ্রিল রাজ্যের নানান প্রান্তে রামনবমীর মিছিল বেরোবে। এই শোভাযাত্রা করতে চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ তথা ভিএইচপি।

রামনবমীর দিন বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। হয়েছিল পুলিশের দ্বারস্থ, তবে মেলেনি অনুমতি। সেই কারণে এবার সোজা হাইকোর্টের দ্বারস্থ হল তারা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অনুমতি দিয়েছেন।

আগামীকাল হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রামনবমীর দিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। আগামী ৯ এপ্রিল অবধি রাজ্যের সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশিকা জারি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *