December 6, 2025
AAJ 1

প্রায় এক মাস ধরে আতঙ্কে দিন কাটানোর পর অবশেষে স্বস্তি ফিরল বোলপুরের লাউদহ গ্রামে। বোলপুর থানার অন্তর্গত লাউদহ গ্রামে অজয় নদীর পাড়ে প্রায় এক মাস আগে জেলেদের জালে ধরা পড়ে সিলিন্ডারের মতো এক অচেনা ধাতব বস্তু। তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসনের অনুমান, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পুরনো বোমা।

ঘটনার পরই দ্রুত এলাকা ঘিরে ফেলে প্রশাসন। নিষিদ্ধ ঘোষণা করা হয় নদীর ওই অংশ। গ্রামবাসীদের দূরত্ব বজায় রাখতে বলা হয়, টানা এক মাস ধরে ছিল পুলিশের কড়া নজরদারি। অবশেষে এদিন কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বোম্ব স্কোয়াডের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হয় ওই বোমাটি।

বিশেষজ্ঞদের বক্তব্য, এত বছর পরেও ওই বোমার সক্রিয়তা দেখে তাঁরা বিস্মিত। বোমাটি কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই প্রশাসন যে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভয় কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাউদহ গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *