টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা। জেলার বালি পঞ্চায়েত এলাকার থার্ড গ্রামে পাহাড় ধসে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৩০ থেকে ৩২টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে।
এই গ্রামটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে অবস্থিত হওয়ায় পাহাড়ি এলাকায় ভাঙন ও ধসের ঝুঁকি আরও বেড়ে চলেছে। প্রশাসনের তরফে বিপন্ন মানুষদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র যাচ্ছেন বটে, কিন্তু তাদের গবাদি পশু কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে প্রশাসনের কোনও সুরাহা নেই। জেলা প্রশাসন কিছু পরিবারকে আপাতত উধমপুর গুজ্জর হোস্টেলে আশ্রয় দিয়েছে। তবে বিপদের আশঙ্কা এখনও কাটেনি।
