ধুবরি, ৮ আগস্ট: গৌরীপুর থানার তৎপর অভিযানে প্রায় এক মাসব্যাপী অনুসন্ধানের পর ধুবরির মধুশাউলমারি পার্ট-১ এলাকা থেকে অপহৃত দুই বোনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অফিসার-ইন-চার্জ চিরঞ্জীব লাহনের নেতৃত্বে বিলাসিপাড়া থানার আওতাধীন আলোকঝাড় এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ১৯ ও ১৫ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করা হয়।
পরিবারের ভাষ্য, জুলাইয়ের শুরুর দিকে তারা নিখোঁজ হন; সে সময় তারা তাঁদের মামাবাড়ি—শংকর চন্দ্র রায়ের বাড়িতে—থাকছিলেন। পরিবার দীর্ঘ চেষ্টা করেও কোনো খোঁজ না পেয়ে বিষয়টি গৌরীপুর থানায় মামলা (নং ৩৯৯/২৫) হিসেবে নথিভুক্ত করে। পরবর্তী গোয়েন্দা তৎপরতার ফলেই এ উদ্ধার অভিযান সফল হয়।
এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ—খোদার চর এলাকার অপিয়াল হক (৪৫) ও নুর ইসলাম (৫৩), জাংলিয়ারপারের মমিনুর ইসলাম (৩৯) এবং আদাবাড়ি পার্ট-২-এর আবুল কাসেম শেখ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অপহরণে কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ২ আগস্ট রাষ্ট্রীয় বজরং দল গৌরীপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়; এরপর জাতীয় সড়ক ১৭ অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
