December 6, 2025
WhatsApp Image 2024-09-06 at 3.39.40 PM

চালক ও সহকারী চালকের তৎপরতায় রেহাই পেল রেল লাইনে উঠে পড়া শাবক সহ দুটি হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ২০ মিনিট নাগাদ। রেল সুত্রে খবর ১৫৪৬৮ ডাউন বামনহাট – শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া সেভক-গুলমা পেরোনোর সময় ট্রেনের চালকের নজরে আসে লাইনের উপর শাবক সহ দুটি হাতির উপস্থিতি। সঙ্গে সঙ্গে চালক জে এন আনসারী এবং সহকারী চালক জি ঘোষ তৎপরতার সঙ্গে ২৩/২ নং পিলারের আগেই ট্রেনটিকে দাড় করিয়ে দেন। এরপর শাবক সহ  হাতি দুটি রেললাইন ছেড়ে ফের জঙ্গলে ঢুকে পড়লে ট্রেন তার গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য এর আগে একাধিকবার ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া রেল লাইনের উপর হাতি চলে এসেছে এবং ট্রেনে চালকের তৎপরতায় প্রাণ রক্ষা পেয়েছে। এমনকি একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু পর্যন্ত ঘটেছে। তবে এদিনের রেল চালকদের তৎপরতায় হাতির প্রাণ রক্ষায় খুশি পরিবেশ প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *