মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শুভেন্দু অধিকারী -গড়ে তৃণমূলের শিকড় আরও মজবুত করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে একটি মেগা ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক। সেখানে ভুয়ো ভোটার সহ নানান ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। এই বৈঠকেই মালদা, বালুরঘাট, জলপাইগুড়ির পাশাপাশি পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল সেনাপতি বিশেষ আগ্রহ দেখান।
তাৎপর্যপূর্ণভাবে এই জেলারই বিধায়ক শুভেন্দু। অভিষেক স্পষ্ট জানিয়েছেন, ছাব্বিশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের ১৬টি কেন্দ্রের মধ্যে অন্তত ১২টি কেন্দ্রে জোড়াফুল ফোটাতেই হবে। চব্বিশের লোকসভা ভোটেও এই জেলার দু’টি আসনে পরাজিত হয়েছিল তৃণমূল। দলের সেকেন্ড ইন কমান্ড মনে করেন, এর জন্য দায়ী দলের কোন্দল!
