xr:d:DAFZ5i7fRwc:695,j:1225374043378255425,t:23062911
সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে গোটা দেশ যখন উচ্ছ্বসিত, তখন বিস্ফোরক মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ‘কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে?’ প্রশ্ন তোলেন তিনি।
প্রবীণ তৃণমূল সাংসদ দাবি করেন, ‘কোনও যুদ্ধই হয়নি। বিষয়টা প্রায় হাস্যকর হয়েছে। এদিক থেকে ওদিকে ড্রোন গিয়েছে। কোনও মেজর তফাৎ হয়নি। জঙ্গি ঘাঁটি কোথায় ধ্বংস হয়েছে? কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ রাখুক না’।
এখানেই না থেমে সৌগত আরও বলেন, ‘আমি তো ছবিতে দেখেছি, ওই দু-একটা মাসুদ আজহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি… একে জঙ্গি ঘাঁটি ধ্বংস বলে? আমরা পাকিস্তানের কোন অস্ত্র ধ্বংস করতে পেরেছি? সেই প্রমাণগুলো দিন না। নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না’। সৌগত যে মন্তব্য করেছেন তা দলের মতামত নয়, স্পষ্ট জানিয়েছে জোড়াফুল শিবির।
