সকাল থেকেই রাস্তায় রাস্তায় যানজট রামলীলা ময়দানে জমায়েত ঘিরে। বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড, লেনিন সরণি, এজেসি বোস রোড ইত্যাদি রাস্তাগুলি দিয়ে প্রয়োজন মতো গাড়ি চলাচল করানো হচ্ছে এরপরও রাস্তায় শুরু হল প্রচন্ড ভিড়। অন্যদিকে দরগা রোডে প্রয়োজন মতো গাড়ি চলাচল করানো হচ্ছে। দৈনন্দিন জীবনে ব্যস্ত মানুষকে এই ভিড় অতিক্রম করে চলাচল করতে হচ্ছে। তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শিয়ালদহ ব্রিজ থেকে এমজি রোডের দিকেও গাড়ির গতি শ্লথ। শিয়ালদহ ব্রিজ অবরুদ্ধ রয়েছে প্রায় আধ ঘণ্টা ধরে। যার ফলে প্রবল সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
শিয়ালদহ ব্রিজের শুরু থেকে মৌলালি পর্যন্ত যানজটের এর মধ্যে আটকে রয়েছে বাস ও যাত্রী বহনকারী গাড়ি এবং ছোট বড় যানবাহন।বাধ্য হয়ে নিত্য যাত্রীরা হেঁটে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। অফিস টাইম নেওয়ার প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নৃত্য দৈনন্দিন জীবনের মানুষদের।
