ধুবড়ি জেলার গৌরীপুর থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার পথে আগমনি এলাকার গেরেরহাটের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কে একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ হয় একটি চার চাকার কারের। এতে কারের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। হতাহতরা পশ্চিমবঙ্গের কোচবিহারে রাসোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। নিহতদের যথাক্রমে ধনঞ্জয় রায়, বিকাশ কলিতা এবং রাম রায় বলে শনাক্ত করা হয়েছে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন খনিন্দ্র রায় নামের একজন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে নিয়ে যান ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া মেডিক্যালে চিকিৎসা শুরু হয়েছে খনিন্দ্র রায়ের।