December 6, 2025
bjp15

জয় হলো রাজ্যের বিরোধী দলের, মুখ পুড়ল রাজ্যের। হাইকোর্টের দ্বারস্থ হতেই মিলল মিছিলের অনুমতি। তমলুকে বিজেপির মিছিলে শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মিছিলে থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন অনুমতি।

আদালতের নির্দেশ, তমলুকের রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের করা যাবে। মিছিল করতে হবে দুপুর ১টা থেকে বেলা ২.৩০-র মধ্যে। পাশাপাশি এক হাজার লোক নিয়ে মিছিল করার নির্দেশ। নীরবতা বজায় রাখতে হবে স্কুল চত্বর এলাকাতেও।

নির্দেশ, রাজনৈতিক মিছিল থেকে কোনও রকমের উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। এদিন মামলার শুনানিতে আদালতে গেরুয়া শিবিরের আইনজীবী জানান, তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। বিকাল তিনটে থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *