December 6, 2025
subhendu org

জয় হলো বিরোধী দলনেতার, গত ৩০ এপ্রিল দিঘায় ধুমধাম করে উদ্বোধন হল জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। এদিকে সেই সময় হাইকোর্টে চলছে কাঁথিতে শুভেন্দুর সনাতনী হিন্দু সম্মেলন নিয়ে শুনানি। সবশেষে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। তবে এদিন শুনানিতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দেশ দেওয়ার সময় সেটি যাতে কার্যকর করা যায়, সেই বিষয়টিও মাথায় রাখা উচিৎ। প্রসঙ্গত, হাই কোর্টের ডিভিশন বে়ঞ্চের রায়ের প্রতিলিপি আসার আগেই বিরোধী দলনেতার নেতৃত্বে সনাতনী হিন্দু সম্মেলন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা উঠেছিল।

বিচারপতি স্পষ্ট জানান, তিন হাজার লোক নিয়ে এই সভা করা যেতে পারে। বেঁধে দেওয়া সংখ্যার বেশি জমায়েত করা যাবে না। এরপরই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *