December 6, 2025
Sanjay roy

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আগামী ১৮ জানুয়ারি এই মামলার রায়দান করবে শিয়ালদহ আদালত। তার আগে ফের একবার রাত দখলের ডাক দেওয়া হল।

পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। ইতিমধ্যেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের তরফ থেকে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়া হয়েছে। তবে নির্যাতিতার পরিবার সহ অনেকের দাবি, ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের আড়াল করা হয়েছে।

সেই সঙ্গেই সরকারের তরফ থেকে নারী সুরক্ষা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। সেই জন্য আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে রাত দখলের ডাক দিয়েছে ‘রাত দখল ঐক্য মঞ্চ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *