December 23, 2024

বদলে গেলো নিয়ম, বড় ঘোষণা করা হলো পুরসভার তরফে। খুব শীঘ্রই লাঘু হবে এই নিয়ম, আর কোনো ফাঁকি মারার অবকাশ রইল না। এবার একটি নিয়ম বাধ্যতামূলক করা হল ১০০ দিনের কাজের কর্মীদের জন্য। কেএমসির মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, এবার থেকে সবাইকে নিয়ম মেনে কাজে আসতে হবে, থাকবে ডিজিটাল নজরদারি।

কেএমসির অধিকবেশনে ৪৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে কাউন্সিলর ও বরো চেয়ারম্যানদের ভূমিকা হ্রাস পাওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। তখনই ১০০ দিনের কাজের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরার একটি ইঙ্গিত দিয়েছিলেন ফিরহাদ।

কলকাতা পুরসভার মেয়রের কথায়, ‘অধিবেশনে আমরা এই প্রস্তাব পাশ করেছি। সকল তথ্য থাকবে। সবাইকে নিয়মমাফিক কাজে আসতে হবে। ডিজিটাল নজরদারি থাকবে’। কেএমসির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ১০০ দিনের কাজের ক্ষেত্রে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক আগেই করা হয়েছিল। এবার সব বিভাগেই এই নিয়ম চালুর কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *