চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। পূর্ব ঘোষনা মতোই ফল প্রকাশিত হয়েছে রেজাল্ট। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউ ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী জানান, মাধ্যমিকে ১৬৯২ জন পরীক্ষার্থী রিভিউর জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে ৫৯৫ জনের নম্বর বেড়েছে। এছাড়া বছর বাঁচাও পরীক্ষা দিয়ে মাধ্যমিকে ১৮ জন পাশ করেছে।
তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে ১৪১২ জন পরীক্ষার্থী উত্তরপত্র রিভিউ করতে আবেদন করেছিল। তাদের মধ্যে ৭১০ জনের নম্বর বেড়েছে। উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা দিয়ে সাতজন পাশ করেছে। পর্ষদ সচিব দুলাল দে সাংবাদিকদের জানান, পরীক্ষার্থীরা রেজাল্ট টিবিএসই-এর ওয়েবসাইটে দেখতে পারবে।
