দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। অসমের পঞ্চায়ত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী রঞ্জিত কুমার দাস তামুলপুর জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন।
জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত তামুলপুর জেলার তিনটি ব্লকে প্রায় ৯৩% ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে, আর বাকি কাজ আগামী ১৪ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয় তামুলপুরের জেলা কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, জেলা কমিশনার পঙ্কজ চক্রবর্তী, তামুলপুরের বিধায়ক জোলেন ডাইমারী, বিটিসির নির্বাহী সদস্য ডাঃ ধর্মনারায়ণ দাস, এমসিএলএ পবিত্র কুমার বোড়ো, বিজিতগ্রা নারজারি, হেমন্ত কুমার রাভা সহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিক।
