তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। নানান টাল-বাহানার পর অবশেষে শুরু হওয়ার কথা ছিল বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচইকরণ।
কিন্তু ঠিক শুরুর দিনেই অকেজো হয়ে পড়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দিষ্ট পোর্টাল। এই যান্ত্রিক গোলযোগের কারণেই আবার আটকে গেল বাংলার আবাস যোজনা সংক্রান্ত কাজ।
লাগাতার দু’দিন ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েত গুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাঁদের পোর্টাল অকেজো হয়ে পড়ায় কোনো রকম রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচাইকরণ ছাড়াই বাড়ি ফিরে যেতে হয় সবাইকে। যার ফলে আবাস প্রকল্পে আবেদন কারীদের একাংশের ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের।