রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই পূর্বেই ঘোষিত হয়েছিল এই প্রকল্পের ঘোষণা, এবার ঘোষণা মতোই শুরু হলো কার্য। খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্র আত্মনির্ভর হওয়ার জন্য শুরু হতে যাচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। ত্রিপুরাতে শুরু হবে বিকশিত কৃষি সংকল্প অভিযান।
অভিযান চলবে আগামী ১২ জুন পর্যন্ত, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান। কৃষিমন্ত্রী জানান, ১২ জুন পর্যন্ত সারা রাজ্যের ৮টি জেলার ৮৬৪টি স্থানে এই অভিযান উপলক্ষ্যে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। প্রতি জেলায় তিনটি করে কমিটি গঠন করা হবে।
প্রতিদিন ৭২টি সভা করা হবে। ন্যূনতম ২০০ জন কৃষকদের নিয়ে এই সভাগুলি করা হবে। এই অভিযানে মোট ২৪টি কৃষি রথকে রাজ্যব্যাপী কাজে লাগানো হবে। কৃষি সংক্রান্ত প্রচার অভিযানের জন্য প্রতিটি টিমের সাথে থাকবে একটি করে রথ।
