December 6, 2025
ssc logo 3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় এখনও জট অব্যাহত।

এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না অবসর নিতে চলেছেন। শোনা যাচ্ছে SSC পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন বিচারপতি সঞ্জীব খন্না। মনে করা হচ্ছে চাকরি বাতিল নিয়ে রাজ্য এবং এসএসসির রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) শুনানি নতুন বেঞ্চে হবে।

তবে এই নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। নতুন বেঞ্চে উঠলে কোন বিচারপতি শুনবেন তা এখনও নির্ধারিত হয়নি। ২৬০০০ চাকরি বাতিল মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সম্প্রতি সুপ্রিম দরবারে গিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *