বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই গোটা ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
অভিযোগ ছিল, বোর্ডের নম্বর কারচুপির জেরে চূড়ান্ত মেধাতালিকা থেকে অনেক যোগ্য প্রার্থীরাই বাদ পড়েন। মোট নম্বরের যোগফলে ভুল দেখানোর মত মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, টেট, ইন্টারভিউ, সব মিলিয়ে মোট নম্বরে কম দেখানো হয়।
যার জেরে অনেকেই ছিটকে যান মেধাতালিকা থেকে। বোর্ডের বিরুদ্ধে নিয়োগপ্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ সংক্রান্ত এই মামলায় বোর্ডের ‘কাণ্ডে’ থ হয়ে যান জাস্টিস বসু। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট তরফে।
