December 6, 2025
image (3)

সম্প্রতি রাজ্যের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তে বড়সড় অগ্রগতি হতে চলেছে। সিঙ্গাপুরে অসম পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল সিঙ্গাপুর পুলিশ ফোর্সের সঙ্গে বৈঠকে বসবে।

এই এসআইটি-এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহা-পরিচালক ও এসআইটি প্রধান মুন্না গুপ্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ পোস্ট করে এই তথ্য জানান। তিনি লেখেন, “আমাদের প্রিয় জুবিনের জন্য ন্যায়বিচারের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। সিঙ্গাপুরে এসআইটি প্রধান মুনা গুপ্তর নেতৃত্বে অসম পুলিশের প্রতিনিধি দল সিঙ্গাপুর পুলিশের সঙ্গে সাক্ষাৎ করবে। আমাদের সম্মিলিত সংকল্প— জুবিনের জন্য ন্যায়বিচার হবেই।”

হাই কমিশন জানায়, সিঙ্গাপুর পুলিশ ফোর্স ইতিমধ্যে গার্গের ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের ফলাফল ভারতীয় হাই কমিশনের কাছে তুলে দিয়েছে। যদিও তদন্ত এখনও চলমান থাকায়, তারা এই বিষয়ে আরও কোনও মন্তব্য করতে রাজি নয়। হাই কমিশনের পক্ষ থেকে অসমবাসীর কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *