সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় মাঝেই আবার নিজের ঘর থেকে উদ্ধার করা হল এক তরুণী পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। ওই তরুণী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী। তাঁর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। তরুণীর মা কামারহাটির ইএসআই হাসপাতাল কর্মরত একজন চিকিৎসক। আর যুবতীর বাবা মুম্বইয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তা।
কামারহাটির ইএসআই হাসপাতালে মায়ের কোয়ার্টারে থাকতেন ওই বছর ২০-র ছাত্রী। কোয়ার্টার থেকেই উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণী নাকি মানসিক অবসাদে ভুগছিলেন। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
