বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা!
এই আবহে এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি করা হল একটি নয়া বিজ্ঞপ্তি। রাজ্য অর্থ দফতরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্য অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা ‘বিশেষ’ সুবিধা পাবেন।
একইসঙ্গে এই নোটিশে তাঁদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশও দেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে, রাজ্য সরকারি কর্মীদের জিপিএফ সুদের হার সম্বন্ধে বলা হয়েছে। অতীতে কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফ থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে সুদের হার সম্বন্ধিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার রাজ্য সরকারও ওই একই পথে হাঁটল।