December 6, 2025
subhendu

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির, চলছে প্রস্তুতি পর্ব।

এই মন্দির উদ্বোধন হওয়ার আগেই বাংলায় শিলান্যাস হতে চলেছে আরও একটি মন্দিরের। চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের এক বছর পূর্তি উপলক্ষেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ব্যাপারে।

রামনবমী উপলক্ষে ৬ এপ্রিল বিরাট ধুমধাম করে এই মন্দিরের শিলান্যাস করতে চলেছেন তিনি। নন্দীগ্রামের সোনাচূড়ায় আড়াই বিঘা জমির ওপর বাংলার বুকে তৈরী হতে চলা এই মন্দির নিয়ে তৈরী হয়েছে ব্যাপক কৌতূহল। ওই বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *