December 23, 2024

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত শুক্রবার হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই মামলায় বিরাট নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া রিপোর্টে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কেবল স্টল বণ্টন অথবা টেন্ডার ছাড়া কাজ পাইয়ে দেওয়াই নয়, আরজি করে সন্দীপ ‘জমানা’ শুরু হওয়ার পর থেকে নানান ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে, সেখানেও দুর্নীতির শিকড় ছড়িয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ। সেই সঙ্গেই হাতকড়া পরানো হয়েছে দুই ভেন্ডর বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের দেহরক্ষী আফসার আলিকে। জানা যাচ্ছে, সন্দীপ ‘ঘনিষ্ঠ’ এই দুই ভেন্ডর হাসপাতালে যাবতীয় সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পেতেন। তদন্তের জন্য সিবিআইকে আরও সময় দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *