December 23, 2024

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এই আবহে আচমকাই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

জানা যাচ্ছে, সেখানে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, অফিসার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা হাজির থাকবেন। দুর্গাপুজো আসতে আর কয়েকটা দিন বাকি। এই অবস্থায় যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের চাপ বাড়বে।

তাই আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা বলেছিলেন, পুজোর আগে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির একটা প্রবণতা দেখা যায়। তাই সেসব দিক পর্যালোচনা করতে বৈঠকের নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *