তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। তবে আজ অন্য আরেক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা করা হবে।
রোজনামচার জীবনে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন মহিলারা। এমতাবস্থায় গ্রামের সামাজিক উন্নয়ন এবং চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অধীন সনকডাঙা গ্রামে ‘লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব’ গড়ে তুলেছেন সেখানকার মহিলারা। বর্তমানে এই ক্লাবে প্রায় ৪০ জন সদস্য রয়েছে।
গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাকে নিয়ে এই ক্লাব তৈরি করা হয়েছে। বর্তমানে গ্রামের নানান রকম সমস্যা সমাধানে এই ক্লাব অগ্রণী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই তাঁরা গ্রামের মধ্যে ৩টি বাল্যবিবাহ আটকেছেন।