January 11, 2025
sujoy krishno

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র

কয়েকদিন আগেই আদালতে আসার পথে আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের ‘কাকু’। বর্তমানে শহর কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। এদিন সেখান থেকেই তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়।

দীর্ঘ টানাপড়েন শেষে আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ‘কাকু’র বিরুদ্ধে চার্জগঠন করা হয়। সেই সঙ্গেই জমা দেওয়া হয় তাঁর মেডিক্যাল রিপোর্ট। জানা যাচ্ছে, ‘কাকু’র পেসমেকার বদল করার দরকার আছে কিনা সেটা জানতে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *