কেন্দ্র সরকার পাট শিল্পকে আরো ত্বরান্বিত করতে বিশেষ উদ্যোগী হয়েছে। প্লাস্টিক বর্জন করতে ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র সরকার। এর জন্য মন্ত্রিসভা বিশেষ অনুমোদন প্রদান করেছে। এবং পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে বেঙ্গল জুট মিলস অ্যাসোসিয়েশন। এদিন বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুটমিল মালিকরা। পাশাপাশি জেলায় ধুকতে থাকা জুটমিল গুলি এবার নতুন করে আশার আলো দেখছে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় চারটি জুট মিল রয়েছে। যেখানে প্রায় আট হাজার কর্মী কাজ করছে। জুটমিল গুলি পুরদমে চালু হওয়ার ফলে বহু কর্মী এখানে কর্মসংস্থান পেয়েছে। ইতিমধ্যেই পাটের ব্যাগ সহ অন্যান্য কাজের বরাত পেতে শুরু করেছে জুট মিল মালিকরা।
পাট ব্যবসাকে আরও ত্বরান্বিত করতে জেলার পাট ব্যবসায়ীদের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, বিদ্যুৎ বিলের উপর যদি কিছু ছাড় দেওয়া যায় এবং সরাসরি যদি তাদের কাজের বরাত দেওয়া হয়। সেক্ষেত্রে আরও উপকৃত হবে এই জেলার পাট শিল্প। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার জোয়ারদার সহ অন্যান্য জুটমিন মালিকরা। গঙ্গারামপুর থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট নিউজ আজকাল 24।
