নতুন ট্রাকশন সাবস্টেশন (TSS) চালু হল শিয়ালদহ দক্ষিণ শাখার হোটর স্টেশনে। যা এক গুরুত্বপূর্ণ মাইলফলক ডিভিশনের ক্ষেত্রে। যা আগামীদিনে ট্রেন চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্ষেত্রে ট্র্যাকশন যা বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত করেছে।সংবাদসূত্রে জানা যায় ডিভিশনের আধিকারিকরা জানিয়েচ্ছেন দীর্ঘ প্রচেষ্টার এই শিয়ালদহ স্টেশনে নবনির্মিত হোটর স্টেশনে ট্রাকশন সাবস্টেশন চালু করা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টা,পরীক্ষণ ও যৌথ পরিমাপের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহণ সংস্থা লিমিটেড (WBSETCL) এই প্রকল্প সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।
স্টেশনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে, পরবর্তীতে আরও উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হবে বলে এবং বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার (BRP-DH) শাখায় কম ওভারহেড ইকুইপমেন্ট ভোল্টেজের পুনরাবৃত্ত সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করবে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে।
