December 6, 2025
mid day meal

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ দু’বছর পর মিড–ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ।

এর আগে শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির। আর এবার ‘নামমাত্র’ বরাদ্দ বাড়ল। আগে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা। আর এবার তা যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ল।

মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে একদিকে যেমন চলছে কেন্দ্র-রাজ্য তরজা। অন্যদিকে শিক্ষামহলের একাংশের দাবি, যদি এই বর্ধিত অর্থ সঠিক ভাবে ব্যবহার করা যায় তাহলে পড়ুয়াদের খাবারের শ্রীবৃদ্ধি কিছুটা হলেও সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *