শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়, এখন অপেক্ষা নতুন সদস্য আসার। অন্তঃসত্ত্বা অবস্থায় আপাতত কাজ বন্ধ রাখলেও শোনা যাচ্ছে সন্তান জন্মের পরেই আবারও কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। আর রীতিমতো ধামাকা নিয়েই নাকি প্রত্যাবর্তন হতে চলেছে কিয়ারার।
গুঞ্জন বলছে, ভারতীয় চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। আমরোহী পরিবার এবং সারেগামাপার সঙ্গে হাত মিলিয়ে তৈরি হতে চলেছে ছবিটি। পরিচালনায় সিদ্ধার্থ পি মালহোত্রা।
পরিচালকের মতে, তাঁর নাকি প্রয়োজনীয় শরীরী আবেদন রয়েছে যা মীনা কুমারীর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য দরকার। তাই কিয়ারাকেই চাই পরিচালক সিদ্ধার্থের। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্যও পৌঁছে গিয়েছে কিয়ারার কাছে। তা বেশ মনেও ধরেছে অভিনেত্রীর।
