December 6, 2025
AAJ 2

লাদাখের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন ঘিরে বুধবার হঠাৎ উত্তেজনা ছড়াল লেহ শহরে। বহুদিন ধরে শান্তিপূর্ণ পথে আন্দোলন চালালেও এ দিন লাদাখ অ্যাপেক্স বডি-র (LAB) সদস্যদের অনশন ভেঙে পড়ার ঘটনা নতুন মাত্রা দেয় পরিস্থিতিকে। সংগঠনের দুই সদস্যকে শারীরিক অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলে ক্ষোভ ফেটে পড়ে সমর্থকদের মধ্যে।

এর পরেই ছাত্র-যুবদের নেতৃত্বে বিক্ষোভ রাস্তায় নামে ও আন্দোলন হিংসাত্মক মোড় নেয়। অভিযোগ, পুলিশি বাধার মুখে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় সাথে বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশও ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে।

রাজনৈতিক মহলের মতে, সরকারের সঙ্গে আলোচনার আগে হিংসা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আগামী ৬ অক্টোবর কেন্দ্রের সঙ্গে বৈঠক ডাকা হলেও লাদাখবাসীর দাবি— রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সুরক্ষা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

উল্লেখযোগ্য লাদাখবাসীর মতে, তাদের জমি, সংস্কৃতি ও সম্পদ বাঁচাতে এখন সাংবিধানিক সুরক্ষা ছাড়া আর কোনও বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *