December 6, 2025
schl tchr3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ইস্যুতে সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও খুশি হতে পারেননি শিক্ষক-শিক্ষিকাদের অধিকাংশই। তবে এখনও নিজের দাবিতে অনড় তারা।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল জানিয়েছেন, “এসএসসি-র ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করার কথা। সেই তালিকা আগে প্রকাশ করা হোক। সেই তালিকা প্রকাশ না হলে স্কুলে যাব না।’

‘যোগ্য’ শিক্ষকদের দাবি, যদি কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তারা এসএসসি অফিসের সামনে ধর্নায় বসবেন। প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে শিক্ষা দফতর থেকে চিঠি পাওয়ার পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া-সহ একাধিক নিয়মে পরিবর্তন আনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *