December 22, 2024

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই পরিস্থিতিতে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি কর্মসূচি থেকে ফের এই ইস্যুতে সরব হলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, “প্রত্যেকটি রাজ্য সরকারকে এ কথা আরও একবার মনে করিয়ে দিতে চাই যে, মহিলাদের উপর অপরাধের ঘটনা কোনও ভাবেই রেয়াত করা হবে না। অপরাধী কে সেটা বড় কথা নয়, দেখতে হবে কেউ যেন ছাড় না পায়। আমি আপনাদের নিশ্চিত করে বলছি মহিলাদের উপর সব রকম অত্যাচার বন্ধ করার জন্য রাজ্য সরকারগুলি যে পদক্ষেপ করছে তার পাশে রয়েছে কেন্দ্র।”

মহিলাদের পাশে রয়েছে বিজেপি, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কোনও বিশেষ রাজনৈতিক দল পরিচালিত সরকারের কথা তুলে ধরেননি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে গোটা মহিলা সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *