রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে শনিবার ভোরে ভয়াবহ ভূমিকম্প। জানা যায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার এক প্রবল ভূমিকম্প আঘাত হানে। জানা গেছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাটকার পূর্ব উপকূলের নিকটবর্তী এলাকায় ও এর উৎপত্তিস্থল ছিল ৩৯.৫ কিলোমিটার গভীরে।
আকস্মিক এই কম্পনে উপকূলীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের প্রভাবে স্থানীয় মানুষজন ঘরবাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে যান। এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি তৈরি হতে পারে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে।
কামচাটকা অঞ্চল প্রশান্ত মহাসাগরের ভূকম্পন সক্রিয় “রিং অব ফায়ার” এলাকাভুক্ত হওয়ায় প্রায়ই এখানে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
