সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলা।
এরপর বিজেপির ডাকা বাংলা বনধেও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের নানান প্রান্ত। এবার এই দুই কর্মসূচিতে পুলিশি ‘অত্যাচার’এর প্রতিবাদে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহ সভাপতি সহ মোট ৬ জন জনৈক ব্যক্তি জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছেন।
পশ্চিমবঙ্গের ডিজিপির বিরুদ্ধে ২৭ আগস্ট এবং ২৮ আগস্ট শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর অবৈধ ও নির্মমভাবে মারধর করার অভিযোগ এনেছেন তাঁরা। সৌমিত্রদের আর্জি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নিক কমিশন।