মর্মান্তিক পরিণতি ৬ জনের হেলিকপ্টার দুর্ঘটনায়। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। সংবাদমাধ্যমে জানাগিয়েছে মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘মনে করা হচ্ছে, চপার ভেঙে পড়ার ঘটনায় বলি হয়েছে স্পেনের একটি পরিবার।তাদের আর মৃত্যু হয়েছে পাইলটেরও।’
নিউইয়র্ক হেলিকপ্টার ট্যুরস পরিচালনা করত বেল ২০৬ চপারের। সেটিই হাডসন নদীতে ভেঙে দুমড়ে মুছরে পড়েছিল। তখন সময় দুপুর ৩টে নাগাদ একটি ডাউনটাউন হেলিকপ্টাপ প্যাড থেকে রওনা হয়েছিল চপারটি। এরপর তা উত্তর দিকে হাডসন নদীর উপর দিয়ে উড়তে থাকে হেলিকপ্টারটি। এরপর দক্ষিণ বাঁক নিয়ে যখন সেটি জর্জ ওয়াশিংটন ব্রিজে পৌঁছয়, তার কিছুক্ষণ পরেই ভয়াবহ দুর্ঘটনার ঘটে। ফলে জলোচ্ছ্বাস হয় এবং তা দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ লোয়ার ম্যানহাটনের কাছে ডুবে যায়।
ম্যানহাটন শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য চপারটি ভাড়া করে ছিল এক পরিবার। মৃতদের মধ্যে রয়েছেন অগাস্টিন এস্কোবার। তিনি Siemens-এর একজন একজিকিউটিভ। এই দুর্ঘটনার সাথে সমাপ্তি ঘটেছে তার।সেই পরিবারও কখনো ভাবতে পারেনি তাদের পরিবারের সাথে এরকম একটা ভয়াবহক দুর্ঘটনা হয়ে যাবে।এই ঘটনায় গা শিহরিত হয়ে ওঠে।
