আচমকাই থমকে গেল জীবন, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শহর কলকাতার বাইপাসের ধারের একটি হাসপাতালে তেহট্টের বিধায়কের চিকিৎসা চলছিল। তবে শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাপস সাহা। মৃত্যুকালে তৃণমূল বিধায়কের বয়স হয়েছিল ৬৬ বছর।
দলের জন্মলগ্ন থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তাপস। সেই সময় যুব নেতা ছিলেন তিনি। মাঝে একবার দলের তরফ থেকে তাঁকে সাসপেন্ড করা হলেও দূরত্ব দীর্ঘস্থায়ী হয়নি। ফের তাপসকে ফিরিয়ে নিয়েছিল তৃণমূল।
২০১৬ সালের বিধানসভা ভোটে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এই দাপুটে রাজনীতিক। একুশের ভোটে তেহট্ট থেকে জয়ী হন। ২০১৬ থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। এদিন সকালে সেই তাপসই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বিধায়কের প্রয়াণে নদিয়ার পাশাপাশি গোটা রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।
