December 6, 2025
dilip ghosh poli4

এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা দিলীপ ঘোষ। মমতা নামে যাঁর ‘অ্যালার্জি’ সেই দিলীপ ঘোষকেই রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দেখা গেল। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই উপস্থিত ছিলেন সেখানে।

তার পরেই বিজেপিতে তোলপাড় পড়ে যায়। তবে দিলীপ একা নন, একইসাথে লাইমলাইটে ‘হাইপ্রোফাইল’ দিলীপের ‘ছায়াসঙ্গী’ জিয়ারুল হক। গত এক বছর এর বেশি সময় ধরে দিলীপ ঘোষের ‘ছায়াসঙ্গী’। এমনকি দিঘার জগন্নাথ মন্দিদের উদ্বোধনেও দিলীপের পাশে জ্বলজ্বল করছে জিয়ারুলের উপস্থিতি।

ইতিমধ্যেই জিয়ারুলকে নিয়ে একাধিক বিষয় সামনে আসতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গের রয়েছে সেই সব জায়গায় দিলীপবাবুকে নিয়ে গেছেন এবং তাদের ডিরেক্টর এবং যারা উচ্চ পদে রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই জিয়ারুল। অভিযোগ, জিয়ারুল বড়সড় সিন্ডিকেট চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *