October 20, 2025
pm7

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি আসামে জাতীয় সড়ক-৭১৫ (এনএইচ-৭১৫)-এর কলিয়াবর-নুমালীগড় অংশকে চার লেনে উন্নীত ও প্রশস্ত করার অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পে মোট ৬,৯৫৭ কোটি টাকার মূলধনী ব্যয় হবে এবং এটি ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট ও কনস্ট্রাকশন পদ্ধতিতে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে ৮৫.৬৭৫ কিলোমিটার এবং বিশেষভাবে কাজিরাঙা জাতীয় উদ্যান অঞ্চলের জন্য বন্যপ্রাণীবান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে এই দুই লেনের সড়ক নগাঁও জেলার জাখলাবন্ধা ও গোলাঘাট জেলার বোকাখাটের মতো ঘনবসতিপূর্ণ শহর অতিক্রম করে এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের দক্ষিণ সীমান্ত বরাবর চলে। এই পথে ভারী যানবাহনের চাপ ও মৌসুমি বন্যার কারণে বন্যপ্রাণী প্রায়ই সড়ক পেরিয়ে কার্বি আংলং পাহাড়ে চলে যায়, যার ফলে বহুবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এই ঝুঁকি কমাতে প্রকল্পের আওতায় ৩৪.৫ কিমি দীর্ঘ উঁচু করিডর, ৩০.২২ কিমি সড়ক প্রশস্তকরণ এবং ২১ কিমি দীর্ঘ নতুন বাইপাস (জাখলাবন্ধা ও বোকাখাট শহরের চারপাশে) তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *