December 6, 2025
sc 1

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর রায়ের পর সম্প্রতি রায়ে কিছু সংশোধন এনেছে সুপ্রিম কোর্ট।

চাকরিহারা কিন্তু ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকরা আপাতত যেতে পারবেন স্কুলে। তার মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। তার আগে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদল আনতে চলেছে এসএসসি। অনুমতি পেলেই বদলানো হবে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ায় যে বদলগুলি আনার কথা ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম ওএমআর শিট।

নতুন প্রস্তাবে পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপি হাতে পাবেন। এমনকি পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ফলপ্রকাশের আগেই উত্তরপত্র প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই উত্তরপত্র থেকেই পরীক্ষার্থীরা ধারণা করতে পারবেন যে কে কত নম্বর পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *