চলছিলো পরিকল্পনা এবার তা ধীরে ধীরে বাস্তবায়ন হতে চলেছে। মণিপুরের বিমান যোগাযোগের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া।
দীর্ঘ কয়েক দশক ধরে মণিপুরকে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত রেখে যাত্রীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। এয়ার ইন্ডিয়ার এই প্রস্থানের সিদ্ধান্ত টাটা গোষ্ঠীর দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
এখন থেকে ইম্ফল রুটে বিমান চলাচলের দায়িত্ব গ্রহণ করবে টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যা একটি স্বল্প-মূল্যের বিমান সংস্থা। তারা জানায়, যাত্রীসুবিধা যাতে ব্যাহত না হয়, সেই কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখন থেকে এই রুটে পরিষেবা চালাবে।
