December 6, 2025
14

টানা চার ট্রেডিং সেশনে পতনের জেরে দেশের শেয়ার বাজার নিয়ে আশঙ্কা বাড়ছিল লগ্নিকারীদের মধ্যে। অবশেষে বৃহস্পতিবার পজ়িটিভে ফিরল সেনসেক্স ও নিফটি৫০। এর জেরে কিছুটা হলেও স্বস্তি দেশের লগ্নিকারীরা। যদিও বৃহস্পতিবার শেষ ক্লোজ়িংয়ের থেকে লোয়ার পয়েন্টে পথচলা শুরু হয়েছিল বাজারের। কিন্তু সেই পরিস্থিতি থেকেই পজ়িটিভে ফিরেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স।

বৃহস্পতিবার সেনসেক্স বেড়েছে ০.১৮ শতাংশ বা ১৫৮ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮৫ হাজার ২৬৫ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ০.১৮ শতাংশ বা ৪৮ পয়েন্ট। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ২৬ হাজার ৩৩ পয়েন্টে। সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি হলেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলির পয়েন্ট কমেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ ইনডেক্স কমেছে ০.১৯ শতাংশ এবং স্মল ক্যাপ ইনডেক্স কমেছে ০.৩২ শতাংশ।

সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। তবে সেক্টরাল ইনডেক্সের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে নিফটি আইটি-র (১.৪১ শতাংশ)। এ ছাড়াই নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি মেটালের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। কিন্তু নিফটি ব্যাঙ্ক, নিফটি এনার্জি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে।

নিফটি৫০ ইনডেক্সের ৫০টি স্টকের মধ্যে ৩৪টি স্টকের গ্রাফ গ্রিন রয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে আইটি কোম্পানিগুলির শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। টেক মাহিন্দ্রা, টিসিএস এবং এইচডিএফসি লাইফ ইনশিওরেন্স কোম্পানির শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। সেখানে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় এবং হিন্দালকোর শেয়ার দরে পতন হয়েছে সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *