মধ্য বক্সনগর এলাকার বনঘেরা টিলা অঞ্চলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে পুলিশ ও বিএসএফ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন কলমচেরা থানার ওসি। সঙ্গে ছিলেন বিএসএফ ৬৯ ব্যাটালিয়নের বক্সানগর বিওপি-র এ/সি রাজন কুমার ও তাঁর দলও।
অভিযানে চারটি পৃথক প্লটে থাকা প্রায় ৫,৫০০টি গাঁজা গাছ শনাক্ত করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে।
অবৈধ এই চাষের সঙ্গে কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে তদন্ত নেমেছে পুলিশ।
