December 6, 2025
sourav gangu onrg

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, দায়ের হয়েছিল মামলা। অবশেষে এলো রায়। ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি এক টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে।

এই সিদ্ধান্তের বিরোধীতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। অভিযোগ ছিল, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না-জানিয়েই সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে।

আদালত জানাল, রাজ্যের সঙ্গে ওই সংস্থার যা চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট কোনোরকম হস্তক্ষেপ করবে না। আদালতের নির্দেশ, চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। এই কাজে সেবি-কে সাহায্য করবে রাজ্য সরকার। তারপর ওই সম্পত্তি নিলাম করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *